নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গত ছ’মাস থেকে মহারাষ্ট্রের বীড জেলায় ১৬ বছর বয়সী এক নাবালিকার উপর ৪০০ জনের অধিক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠছে। এমনকি নাবালিকা থানায় এই ঘটনার অভিযোগ জানাতে গিয়ে এক পুলিশকর্মীর লালসার শিকার হয়। বর্তমানে ওই নির্যাতিতা দু’মাসের অন্তঃসত্ত্বা।
এক শিশু অধিকাররক্ষা কমিটিকে ওই নাবালিকা জানিয়েছে যে, ‘‘আমাকে বহু লোক নির্যাতন করেছে। আমি আম্বাজোগাই থানায় অনেক বার অভিযোগ জানাতে গিয়েছি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এক পুলিশকর্মীও আমার উপর অত্যাচার করেছে’’।
অবশেষে নির্যাতিতা ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে চলতি সপ্তাহে ধর্ষণ, শিশুবিবাহ, যৌননিগ্রহ ও পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের তল্লাশি শুরু হয়েছে।