অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার নিউটাউন থানা এলাকার সুলংগুড়ির দক্ষিণপাড়ায় ছেলের সামনেই নিজের স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে মারলো স্ত্রী।
স্থানীয় সূত্রের জানা গেছে, স্বামী রুবেল হালদার ও স্ত্রী প্রিয়াঙ্কা হালদার নিজেদের মধ্যে অশান্তির কারণে আলাদা থাকতেন। প্রিয়াঙ্কা গৌরাঙ্গনগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। গতকাল সে রুবেলের বাড়ির সামনে দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছিলেন। রুবেল বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলেন। এরপর রুবেল এবং প্রিয়াঙ্কা মুখোমুখি হতেই নিজেদের মধ্যে বচসা শুরু হয়।
তারপর বচসা চলাকালীন রুবেল বাড়ির উঠোনে পড়ে থাকা একটি কাটারি তুলে প্রিয়াঙ্কার মাথায় বেশ কয়েকবার কোপ মারে। দম্পতির ছেলে এই মর্মান্তিক দৃশ্য দেখে ভয়ে দৌড়ে মামার বাড়িতে পৌঁছে মামাকে ডেকে আনে। ততক্ষণে প্রিয়াঙ্কা রক্তাক্ত অবস্থায় নর্দমায় লুটিয়ে পড়েছেন।
নিউটাউন থানার পুলিশ স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রিয়াঙ্কাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এর পাশাপাশি পলাতক রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দম্পতি পরস্পরের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ করতেন। এই ঘটনার সময়ে প্রিয়াঙ্কা জোর করে রুবেলের বাড়ির তালা ভেঙে বাড়িতে প্রবেশ করতে গেলে তখনই ওই ঘটনা ঘটে। আপাতত পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।