আবদুল খালিকঃ বিহারঃ বিহারের বৈশালী জেলার সালেমপুর গ্রামে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। ওই গ্রামে একজন বৃদ্ধ একটি বাড়ি থেকে না বলে জল খাওয়ার অপরাধে বাড়ির মালিক ও তার ছেলের হাতে প্রচণ্ড মারধরের শিকার হয়ে প্রাণে মরে যেতে হলো।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ৭০ বছরের ওই বৃদ্ধ মাঠে ঘাস কাটতে গিয়ে খুব জল পিপাসা পাওয়ায় নিকটবর্তী একটি বাড়ির কল থেকে জল খেয়েছিলেন। আর সেই অপরাধে ওই বাড়ির মালিক এবং তার ছেলে তাকে ব্যাপক মারধর করলে সেই মার খাওয়ার পরেই অসুস্থ হয়ে প্রাণ হারালেন।
নিহতের ছেলে রমেশ সাইনি জানান, “বাবার খুব জল পিপাসা পাওয়ায় বিনা অনুমতিতে ওই বাড়ির কলে হাত দেওয়ার জন্যই বাড়ির মালিক ও তার ছেলে মারধর করেছে। কিন্তু আমাদের ওই পরিবারটির সঙ্গে কোনো শক্রুতা নেই’’।
কেবলমাত্র অনুমতি ছাড়া একজন বৃদ্ধ জল খাওয়ার কারণে তার উপর এভাবে নৃশংস অত্যাচার করার ঘটনায় সকলেই রীতিমতো হতবাক হয়ে পড়েছেন। ইতিমধ্যে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।