নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ প্রায় এক সপ্তাহ থেকে শহর জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার কেজি বাজি উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ বাজি উদ্ধার হওয়ায় কালীপুজো ও দীপাবলিতে শব্দ দূষণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
হাইকোর্টের নির্দেশে রাজ্যে সমস্ত রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। আর তাই গত এক সপ্তাহ জুড়ে বাগডোগরা, শিলিগুড়ি এবং প্রধাননগর থানা কমিশনারেট এলাকায় অভিযানে নেমে ৬ লক্ষ ৫৭ হাজার টাকার বাজি উদ্ধার করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনো শহরে কিছু জায়গায় বাজি বিক্রি করা হচ্ছে। আপাতত সেই দোকানগুলির খোঁজ চলছে। তবে বিভিন্ন দোকানের আড়ালে লুকিয়ে বাজি বিক্রি করায় পুলিশকে তা ধরতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Hereইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ী বিপুল পরিমাণ বাজি শহরে আমদানি করেছে বলে অভিযোগ উঠছে। আর পুলিশ এদের মধ্যে অনেক ব্যবসায়ীর তথ্যও জোগাড় করে তদন্ত শুরু করে দিয়েছে।