নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আসন্ন উপনির্বাচন উপলক্ষে ভ্যাকসিন এর পর শান্তিপুরে ভ্যাকসিনের বিক্ষোভ প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলো। জেলা স্বাস্থ্য দপ্তর অনুমোদন অনুযায়ী প্রতিদিনই শান্তিপুর পৌরসভা থেকে ভ্যাকসিন নিতে আগ্রহীদের কুপন বিতরণ হয় আর সেই কুপন নিয়ে সাধারণ মানুষ শান্তিপুরের চারটি সেন্টার থেকে ভ্যাকসিন প্রাপ্ত হয়।
আজ সকালবেলা হঠাত্ই পাঁচ শতাধিক গ্রাম ও শহরের মানুষ এসে পৌরসভায় ভিড় করে। পুরসভা সূত্রে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট এবং ভোট সম্পর্কিত কার্যকলাপে জড়িত থাকা ব্যক্তিদের জন্য বেশ কিছু কুপন প্রদান করা হয়।
তখন দ্বিতীয় ডোজের অপেক্ষায় লাইনে দাঁড়ানো বাকিরা বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে শান্তিপুর থানার প্রশাসন এসে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে বিক্ষোভকারীরা জানান, “শান্তিপুর হাসপাতাল থেকে পৌরসভার কুপন লাগবে বলা হচ্ছে। যদি পৌরসভায় তা না পাওয়া যায় দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাহলে উপনির্বাচনের আগে ১০০ শতাংশ ভ্যাকসিন কিভাবে সম্ভব হবে”।
শান্তিপুর পৌরসভার প্রশাসক সুব্রত ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, “শহরের কুপন দেওয়ার পরেও বেঁচে যাওয়া কুপন ব্লকের মানুষদের দেওয়া হয়। কিন্তু আজ পৌরসভার দুর্নামের জন্য সিপিএম ও বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মানুষকে ভুল পথে পরিচালিত করে”।
তাই জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমতিক্রমে আগামীকাল তাদেরকে ভ্যাক্সিন নেওয়ার সুবিধার জন্য আজকে সকলকে কুপন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।