চয়ন রায়ঃ কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশ দিয়েছে যে, কালীপুজোয় কেবল গ্রিন বাজি ফাটবে। আর শুধুমাত্র রাতের বেলা ৮ টা থেকে ১০ টা অবধি এই গ্রীন বাজি ফাটানো যাবে।
এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, ছট পুজো, বড়োদিন ও ইংরেজি নববর্ষের দিনও গ্রীন বাজি ফাটানো যাবে। সকাল ৬ টা থেকে ৮ টা অবধি ছট পুজোয় গ্রীন বাজি পোড়ানো যাবে। বড়োদিন এবং ইংরেজি নববর্ষে রাত ১১ টা ৫৫ মিনিট থেকে রাত ১২ টা ৩০ মিনিট পর্যন্ত বাজি ফাটানোয় ছাড় দেওয়া হয়েছে।
ইতিমধ্যে কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। গত বছর কলকাতা হাইকোর্ট করোনা সংক্রমণের জন্য বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর চলতি বছরও করোনা সংক্রমণ বন্ধ হয়নি। উল্টে পুজোর পর তা ঊর্ধ্বমুখী হয়েছে।
তাই আদালতে বাজি নিষিদ্ধ করার দাবী জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এদিকে আদালতের রায়ে বাজি পোড়ানো বন্ধ করা হয়েছে। এরফলে অনির্দিষ্টকালের জন্য শহিদ মিনার চত্বরে বাজির বাজার বন্ধ বলে ঘোষণা করা হয়েছে।