নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুরের বাগুই ও কেলেঘাই নদীর বাঁধ ভেঙে এগরা, পটাশপুর, ভগবানপুর এবং চন্ডীপুর ব্লকের একাধিক এলাকায় ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জলমগ্ন হওয়ার কারণে যেমন একদিকে চাষের ক্ষতি হয়েছে অপরদিকে একাধিক মাটির বাড়ি ভেঙে গিয়েছে। তাই এলাকাবাসীরা বাঁধগুলি রক্ষণাবেক্ষণের অভিযোগ তুলে এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এলাকাবাসীদের তরফ থেকে দাবী করা হয়েছে, “প্রায় দেড় মাস থেকে এলাকার বাসিন্দারা বন্যার যন্ত্রণা ভোগ করছে। বাঁধগুলি মেরামত সহ যে সব বন্যা কবলিত এলাকায় এখনো অবধি ত্রাণসামগ্রী পৌঁছায়নি সেই সব এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো ও তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে”।