মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বারাসত থানার পুলিশের হাতে মোট ৫ লিটার মাদক সহ দুই ব্যক্তি গ্রেপ্তার হলো। আজ দুই জনকে আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা হলো ২৪ বছর বয়সী মসজিদ আলী ও ৩২ বছর বয়সী মনসুর আলী। বাড়ি মধ্যমগ্রাম আবদালপুর এলাকায়।
মসজিদ এবং মনসুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২১C এবং এন ডি পি এস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে এই ঘটনার পাশাপাশি বারাসত থানার পুলিশ বারাসত এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রী সহ তিন জনকে গ্রেপ্তার করে বারাসত আদালতে পাঠায়।
ওই তিন জনের নাম সঞ্জয় মন্ডল, হাফিজুল আলী ও সুপারিশ কর্মকার। অভিযুক্ত সঞ্জয়, হাফিজুল এবং সুপারিশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বেশ কয়েকদিন ধরে বারাসত থানায় বারাসতের বিভিন্ন এলাকা থেকে চুরির অভিযোগ আসে। আর সেই অভিযোগের ভিত্তিতে বারাসত থানার পুলিশ তদন্তে নেমে তিন জন দুষ্কৃতীকে বারাসত এলাকা থেকে গ্রেপ্তার করে।