নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাওড়াতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জেরে করোনা সংক্রমণ আটকাতে থানা ভিত্তিক সপ্তাহে একদিন দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।
এর পাশাপাশি মাইক্রো কন্টেইন্মেন্ট জোনও বাড়ানো হতে পারে। ইতিমধ্যে করোনা পরীক্ষার উপরে রীতিমতো জোর দেওয়া হচ্ছে।
সোমবার শিবপুর, সাইকরাইল ও নিশ্চিন্দার বাজার, মঙ্গলবার বেলুড় এবং সাঁতরাগাছি, বুধবার চ্যাটার্জি হাট গোলাবাড়ি জ গাছা, বৃহস্পতিবার বালি, হাওড়া, ডোমজুড় ও দাসনগর, শুক্রবার লিলুয়াহাট এবং মালিপাঁচঘড়া, শনিবার বাট্রা ও বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাজার বন্ধ থাকবে।