নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ কৃষ্ণনগর থেকে বর্ধমান সংযোগকারী নদীয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর স্প্রিং আচমকা ভেঙে যাওয়ার জেরে দুই জেলার যোগাযোগ বিচ্চিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালবেলা ভাগীরথী নদীর উপর অবস্থিত নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর একাংশ বসে যেতে দেখা যায়। এর কিছুক্ষ্ণ পর সেতুর স্প্রিং ভেঙে যায়। বিষয়টি নজরে আসতেই পথ চলতি মানুষরা দ্রুত ঝুঁকির আশঙ্কায় নবদ্বীপ থানায় খবর দেন। নবদ্বীপ থানার আইসি সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে সেতু পরিদর্শনে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
সেতুর স্প্রিং ভেঙে যাওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সেতু সংস্কার না হওয়ায় এই বিপত্তি হয়েছে বলেই স্থানীয়রা দাবী করছেন। এছাড়া সঠিক সময়ে বিষয়টি নজরে না আসলে বড়োসড়ো বিপদ হতে পারতো। আপাতত ওই সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পথ চলতি মানুষ ও হালকা গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয়রা অবিলম্বে সেতু সংস্কারের দাবী জানিয়েছেন। প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে যে, সেতু সংস্কার করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here