নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ আজ সকালবেলা ঝাড়গ্রাম পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চাঁদাবিলা এলাকায় লক্ষ্মীপূজার জন্য পদ্মফুল তুলতে নেমে জলে ডুবে প্রাণ হারালো এক ব্যক্তি।
মৃত ব্যক্তির নাম কপিলা শবর। বয়স ৪১ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, কপিলাবাবু স্ত্রীকে সাথে নিয়ে স্থানীয় একটি পুকুরে পদ্ম ফুল তুলতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পদ্মফুল তোলার সময় দুর্ভাগ্যবশত পদ্মগাছের লতায় পা জড়িয়ে যায়। এরপর আর জল থেকে উঠতে পারেননি।
তারপর তার স্ত্রী আশেপাশের কয়েকজনের সাহায্য নিয়ে কপিলাবাবুকে জল থেকে তোলার চেষ্টা করলেও হাত ফসকে আরো ভিতরে তলিয়ে যান। এই ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়ে যায়।
বিষয়টি জানাজানি হতেই ঝাড়গ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয়। প্রায় ঘণ্টা তিনেকের প্রচেষ্টার পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জল থেকে কপিলাবাবুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ তার দেহ ঝাড়গ্রাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।