অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের মুঙ্গের থেকে ধানবাদ-কলকাতাগামী বাসে আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে গ্রেপ্তার করা হলো। এদের কাছ থেকে ৪০ টি সেভেন ও নাইন এমএম পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূ্ত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত পুলিশ ডানকুনি টোলপ্লাজার কাছে যাত্রী বোঝাই বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি মোট তিন জনকে গ্রেপ্তার করেছে। অস্ত্রগুলির মধ্যে বেশ কয়েকটি নির্মীয়মান ছিল।
ধৃতদের মধ্যে একজন মুঙ্গেরের বাসিন্দা ছিল। এই যুবকের গ্রেপ্তারির পর ফের কলকাতায় মুঙ্গেরি অস্ত্র ব্যবসার রমরমা বাড়ছে কিনা তা নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ফলে বড়োসড়ো কোনো নাশকতার ছক হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এসটিএফ ওই তিন জনকে নিজেদের হেফাজতে নিয়ে ওই তিনজন অস্ত্রপাচারের ব্যবসার সাথে কবে থেকে জড়িত তা জানা চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি অস্ত্রগুলি কোথা থেকে কোথায় পাচার করা হতো সেই বিষয়েও বিস্তারিত জানার চেষ্টা চালানো হচ্ছে।