পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের দিনের টানা বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী। এই পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগণার বকখালিতে ঘুরতে গিয়ে একটি যাত্রী বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতার বাসিন্দা তিন জন বকখালিতে ঘুরতে গিয়েছিলেন। গতকাল বিকেলবেলা চালক সহ ওই তিন জন গাড়িতে নিয়ে হোটেল থেকে বেরিয়েছিলেন। কিন্তু গাড়িটি হোটেলের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়ানো এক মহিলাকে ধাক্কা দিয়ে গাড়িটি নয়ানজুলিতে পড়ে যায়। ফলে ওই মহিলা গুরুতর আহত হন।
বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা প্রথমে আহত মহিলাকে উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করেন। অন্যদিকে দড়ি বেঁধে গাড়িটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করার কাজ শুরু হয়। এদিকে গাড়িতে আটকে পড়া পর্যটকরা নিজেরাও বেরিয়ে আসার চেষ্টা করেন।
বেশ কিছুক্ষণের চেষ্টায় গাড়িতে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা হয়। গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই বিপত্তি ঘটেছে বলে স্থানীয়রা দাবী করেছেন।