চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতার গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়। গতকাল বাড়ি থেকে মালিক ও তার গাড়ির চালকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, নিহত বাড়ির মালিক সুবীর চাকি নিউটাউনের বাসিন্দা। গতকাল বিকেলবেলা সুবীরবাবু কাঁকুলিয়া রোডের বাড়িতে সম্পত্তি বিক্রির জন্য আসে। সন্ধ্যেবেলা থেকেই মোবাইল ফোন বন্ধ ছিল বলে অভিযোগ। পরিবারের সদস্যরা গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করে।
পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দু’জনের মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তির কারণেই খুন করা হয়েছে। ইতিমধ্যেই লালবাজার হোমিসাইড শাখা ঘটনার তদন্ত শুরু করেছে।