মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সকালে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার একটি বাড়িতে কেউটে সাপের বাসার খোঁজ পেয়ে স্থানীদের একাংশ একে একে ৪২ টি কেউটে শিশুকে বার করে পিটিয়ে মেরে ফেলে। এমনকি কেউটে সাপের বাসায় থাকা কয়েকটি ডিমও নষ্ট করে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিক আরিফ মিস্ত্রি রায়পুর গ্রামের ওই পুরনো পরিত্যক্ত মাটির বাড়িটি সংস্কারের জন্য মেঝের মাটি কাটছিলেন। আর সেই সময় সাপের গর্ত নজরে আসতেই দেখেন যে, গর্তের মধ্যে থেকে একসাথে অনেকগুলি সাপের বাচ্চা বেরিয়ে আসছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা কেউটের বাচ্চাগুলি বার করে লাঠি দিয়ে পিটিয়ে মারেন। ওই মাটির ঘরের মেঝের গর্তে আরো বিষাক্ত সাপ রয়েছে দাবী তুলে আপাতত মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
বন দপ্তরকেও এই ঘটনার বিষয়ে খবর দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও উত্তর চব্বিশ পরগণা বনবিভাগ সূত্রে জানানো হয়েছে, শনিবার বিকেল পর্যন্ত এই বিষয়ে কোনোরকম খবর এসে পৌঁছায়নি। রাজ্য বন দপ্তরের একজন আধিকারিক জানিয়েছেন, ”কেউটে সাপ ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের দুই নম্বর তফশিল ভুক্ত সংরক্ষিত প্রজাতি। তাই কেউটে মারা বা ধরা দণ্ডনীয় অপরাধ”।
Sponsored Ads
Display Your Ads Here