নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আবারও রেললাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও শুট করতে গিয়ে এক যুবকের মৃত্যু হলো। হুগলীর ভদ্রেশ্বর স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরের নাম ধীরাজ প্যাটেল। বয়স ২০ বছর।
জিআরপি সূত্রে খবর, গতকাল সন্ধেবেলা ভদ্রেশ্বরের বাসিন্দা ধীরাজ ও তার দুই বন্ধু রেললাইনের ধারে বেড়াতে গিয়েছিল। এলাকাটি নির্জন হওয়ায় নিজেদের মতো সময় কাটানোর জন্য রেললাইনের ধারকেই বেছে নিয়েছিল। নিজেদের মধ্যে ছবিও তুলছিল।
আচমকা ধীরাজ বন্ধুদের থেকে আলাদা হয়ে রেললাইনের উপর চলে গিয়ে সেখানে দাঁড়িয়ে টিকটক ভিডিও শুট করতে মগ্ন হয়ে পড়ে। আর ঠিক সেই সময় ভদ্রেশ্বর স্টেশনের তিন নম্বর রেললাইন দিয়ে একটি বর্ধমান লোকাল দ্রুত গতিতে এসে সজোরে ধীরাজকে ধাক্কা মারে। ফলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ধীরাজের বন্ধুরা রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকায় তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর বাকি দু’জন বন্ধু তড়িঘড়ি জিআরপিতে খবর দিলে জিআরপি রেললাইন থেকে ধীরাজের দেহ উদ্ধার করে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর আজ সকালে পরিবারের হাতে মৃতদেহ হস্তান্তর করা হয়।
পরিবার ও বন্ধুরা জানিয়েছে, ধীরাজ একেবারেই নিম্নবিত্ত পরিবারের ছেলে। টিকটক ভিডিও শুট করেই উপার্জনের কথা ভাবছিল। তাই ওই দুঃসাহসিক পদক্ষেপ নিতে গিয়ে রেললাইনের ধারে শুট করতে চলে যাওয়াতেই এই মর্মান্তিক পরিণতি ঘটলো।