নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ নবরাত্রি চলাকালীন ওড়িশার নবরংপুরের বিজাপুর গ্রামের মানুষরা একটি আশ্চর্যময় ঘটনার সাক্ষী হয়ে থাকলেন। যা একেবারেই অবিশ্বাস্যকর। তবে সচক্ষে বিশ্বাস করতে দূরদূরান্তর থেকে অসংখ্য মানুষ ঘটনাস্থলে জমায়েত করেছেন।
এলাকাবাসীরা জানালেন, প্রায় দু’বছর আগে ধনীরাম নামে এলাকার একজন কৃষক একটি গরু কিনেছিলেন। এবার ধনীরামবাবুর বাড়ির সেই গরুই একটি বাছুরের জন্ম দিয়েছে। যা দেখে পুরো গ্রামবাসীর চোখ কপালে উঠলো।
দেখা যায় যে, সদ্য জন্মপ্রাপ্ত ওই বাছুরটি দু’টি মাথা ও তিনটি চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে। আর জন্মের পর থেকেই সকলের কদর পেতে শুরু করেছে।
ইতিমধ্যেই গ্রামের বাসিন্দারা নবরাত্রির দিনে বাছুরটির জন্ম হওয়ায় বাছুরটিকে মা দুর্গার অবতার মনে করে দক্ষিণমুখী করে পুজো করতে শুরু করে দিয়েছেন।
ওই কৃষকের ছেলে এই প্রসঙ্গে জানিয়েছেন, “দু’টি মাথা থাকায় বাছুরটির মায়ের দুধ খেতে অসুবিধা হচ্ছে। এরফলে তার জন্য বাইরে থেকে দুধ কিনতে হচ্ছে”।