মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার বারাসাতের বড়পোল এলাকার চৈতন্যনগরে নিষিদ্ধ শব্দবাজি ফাটাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো ৫ বছর বয়সী সায়ন সেন নামে এক শিশুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বেশ কয়েকজন শিশু চকলেট বোমা ফাটাচ্ছিল। তখন সায়ন নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে শব্দবাজি ফাটানো দেখছিল। হঠাত্ই একটি টিফিন বক্সের মধ্যে কয়েকটি চকলেট বোমা রেখে ফাটানো হয়। আর সেই টিফিন বক্সের টুকরো ছিটকে এসে ওই শিশুটির গলায় লাগে। ফলে গলার একাংশ কেটে যায়।
এরপর তত্ক্ষণাত্ এলাকাবাসীরা শিশুটিকে বারাসাত জেলা হাসপাতাল নিয়ে আসলে চিকিত্সা শুরু হওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
পরিবারের তরফে দাবী করা হয় যে, স্থানীয় একজন টোটো চালক বেআইনীভাবে শব্দবাজি ফাটাচ্ছিলেন। যার জেরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবী জানানো হয়।
কিন্তু এলাকাবাসীরা অবশ্য বয়সে বড়ো কারোর শব্দবাজি ফাটানোর কথা মানতে চাননি। শিশু মৃত্যুর ঘটনায় এলাকাময় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এর পাশাপাশি ওই শিশুরা নিষিদ্ধ চকলেট বোমা পেল তা নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।