নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ সপ্তমীর সকালবেলাতেই মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির আটটি বগি লাইনচ্যুত হওয়ায় দিঘা ও হলদিয়া রুটে ট্রেন পরিষেবা ব্যহত হয়ে পড়েছে। ফলে পর্যটকরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন।
রেল সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ একটি মালগাড়ির আটটি কামরা লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে দিঘাগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। খড়গপুর শাখায় আসানসোল-হলদিয়া স্পেশাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন আগের বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। আবার কিছু ট্রেনের যাত্রাপথ ছোটো করে দেওয়া হয়েছে।

- Sponsored -
ইতিমধ্যে যুদ্ধকালীন তত্পরতায় লাইন মেরামতের কাজ চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে। এই বিপত্তি হওয়ার কারণে বহু পর্যটক দিঘা যেতে পারলেন না। কিন্তু অনেকেই সড়ক পথে দিঘা পৌঁছনোর পরিকল্পনা করছেন।
দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এর পাশাপাশি এই ধরণের ঘটনা কেন ঘটলো তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।