নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার ইংরেজবাজার থানার বাধা পুকুর এলাকায় দুই পরিবারের মধ্যে বচসার জেরে আহত হয়েছেন দুই পরিবারের মোট ৪ জন।
আহতরা হলেন ১৮ বছর বয়সী সুমন সিংহ। ২০ বছর বয়সী প্রশান্ত সিংহ। ৪৫ বছর বয়সী মা লতা সিংহ। আর অন্য পক্ষের আহত হয়েছেন ৪০ বছর বয়সী রাজকুমার সিংহ।
পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালবেলা লতাদেবী নিজের ছোটো ছেলে সুমনকে বকাবকি করছিল। আর প্রতিবেশী রাজকুমারবাবু ভাবে তাদের বকাবকি করছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে লাঠি ও হাসুয়া নিয়ে সংঘর্ষ শুরু হয়। তাতে দুই পক্ষের চার জন গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনাটি দেখার সাথে সাথে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা এসে সুমন, প্রশান্ত, লতাদেবী এবং রাজকুমারবাবুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে আহতরা সকলেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।