অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল চতুর্থীর রাতে প্রায় ২ টো ৩০ মিনিট নাগাদ কলকাতার ইএম বাইপাসে ক্যাপ্টেন ভেড়ির কাছে এক দম্পতি দ্রুত গতিতে বাইকে করে সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছরের ওই যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতি বাঁশদ্রোণীর গড়িয়া নাথ পাড়ার বাসিন্দা ইন্দ্রজিত্ দে ও শুভ্রা নাথ দে। ওই বাইকের গতি ঘণ্টায় দেড়শো কিলোমিটারের বেশী ছিল। এদিকে ইন্দ্রজিত্ এবং শুভ্রার মাথায় কোনো হেলমেটও ছিল না। যার জেরে ওই যুবক বাইক থেকে পড়ে গিয়ে মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টোদিকের রাস্তায় গিয়ে পড়ে আর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সাথে থাকা স্ত্রীর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। আপাতত শুভ্রাকে বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও বার বার এই ধরণের বেপরোয়া গতি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে জেনেও বেপরোয়া গতিতে গাড়ি চালানো কোনোভাবেই কমছে না।