ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ কাকভোরে তীব্র ভূমিকম্পে দক্ষিণ পাকিস্তানের হারনেই এলাকা কেঁপে উঠলো। এই ভূমিকম্পের জেরে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। আর ২০০ জন আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। রিখটার স্কেলের ভূমিকম্পের মাত্রা ৫.৭ ছিল।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আজ ভোর ৩ টে নাগাদ ভূকম্পণ অনুভূত হয়। সেই সময়ে বেশীরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। ফলে প্রবল ভূকম্পণের তীব্রতা অনেকে অনুভব করতে না পারায় ঘুমের মধ্যেই বাড়ির দেওয়াল ও ছাদের তলায় চাপা পড়ে মারা গেছেন।
এর পাশাপাশি এই ভূকম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন পুরোদমে উদ্ধারকার্য চালাচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তা সুহেল আনোয়ার হাশমি জানান, “ছাদ এবং দেওয়াল ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। জোরকদমে উদ্ধারকার্য চলছে। কিন্তু কেউ নিখোঁজ রয়েছে কিনা আপাতত সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে ত্রাণ বিলির কাজও শুরু হয়েছে”।
বালুচিন্তানের বিপর্যয় মোকাবিলা দপ্তরের উচ্চপদস্থ কর্তা নাসির নাসার বলেছেন, “বালুচিস্তানের হার্নাই পাহাড়ি এলাকা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এখানে উদ্ধারকার্যেও অনেকটাই দেরী হয়েছে”।