মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সোদপুরে এক যুবক-যুবতীর চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ডাউন লাইনের স্টাফ স্পেশাল ট্রেন চলে যাওয়ার পরই এলাকাবাসীরা এই ঘটনাটি দেখতে পায়। দেখা যায় যে, এক যুবক রেল লাইনের ধারে এক নম্বর গেটের কাছে মাথা ফাটা অবস্থায় পড়ে যন্ত্রণায় ছটফট করছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর তার কিছুটা দূরে রেললাইনের উপর থেকে যুবতীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। আর পাশ থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এখনো ওই যুবক-যুবতীর পরিচয় জানা যায়নি। সোদপুর থানার পুলিশ বিষয়টির খবর পেয়ে তাদের আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি রেললাইনের উপর থেকে একটি ব্যাগ ও একটি মোবাইল ফোন উদ্ধার করে জানতে পেরেছে যে ওই যুবক-যুবতীর মধ্যে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল।
তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক-যুবতী একসঙ্গেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
অবশ্য ওই যুবকের বয়ান না নেওয়া অবধি ঘটনাটি স্পষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে।