নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গুজরাটের সুরাটের কাটারগামে হঠাৎই ২ বছরের এক শিশু একটি বহুতলের ন’তলা অর্থাৎ প্রায় ৭০ ফুট উঁচু থেকে পড়ে গেল।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ঘটনাটির সময় শিশুটির মা ঘরে শুয়ে ছিল। শিশুটি ঘরের দরজা খুলে আট তলায় গিয়ে বল নিয়ে খেলতে থাকে। এরপর নবম তলায় বল চলে গেলে গ্রিল টপকে বল কুড়োতে গিয়ে সেখান থেকে মাটিতে পড়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটি পড়ে যাওয়ার সময় জামার অংশ গ্রিলে আটকে গেলে আবার ওঠার চেষ্টা করে কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যায়।
মাটিতে পড়ার পর বিষয়টি জানতে পেরে রক্তাক্ত অবস্থায় থাকা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
ইতিমধ্যে পুলিশ বহুতলের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকায় ফুটেজ সংগ্রহ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।