নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ শবদেহ সত্কার করে বাড়ি ফিরে নদীয়ার রানাঘাট আশঁতলা চূর্ণী নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু ঘটলো ৩০ বছর বয়সী গোবিন্দ বিশ্বাসের। আশতলা গরের বাগান ঘোষপাড়ার বাসিন্দা গোবিন্দ পেশায় ইঞ্জিন ভ্যান চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দ নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। এরপর গোবিন্দকে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও নদী থেকে উদ্ধার করতে না পেরে বাধ্য হয়েই ফিরে যায়।
গতকাল আনুমানিক সাড়ে ৯ টা নাগাদ এলাকার বাসিন্দারা চূর্ণী নদীতে তার মৃতদেহ ভাসতে দেখেন। পরে গোবিন্দের পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করে দেহটি উদ্ধার করে। পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত গোবিন্দ পরিবারের একমাত্র রোজগেরে ছেলে হওয়ায় তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।