নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদল গ্রামে আচমকা বিদ্যুত্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ১ জনের। আর আহত হয়েছেন ৫ জন।
আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আহতরা চিকিত্সাধীন রয়েছেন।
এই খবর পাওয়া মাত্রই আহতদের সুচিকিত্সার জন্য কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় হাসপাতালে ছুটে আসেন। এরপর সৌমেন রায় সেই বৈদল গ্রামে গিয়ে মৃত ব্যক্তির পরিবারের কাছে সমবেদনা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।