নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ গতকাল আসানসোলের বারাবনির দোমাহানি বাজার এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানের ড্রাম খুলতেই ড্রাম থেকে তরল রাসায়নিক নর্দমায় পড়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো।
এরপরই এলাকাবাসীরা বালি ও মাটি চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু চেষ্টা সত্ত্বেও প্রায় আধ ঘণ্টা ধরে আগুন জ্বলতেই থাকে। অতঃপর পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Sponsored Ads
Display Your Ads Here
বারাবনি থানার পুলিশ ওই ঘটনায় দোকানের মালিক সোমনাথ হালদারকে জিজ্ঞাসাবাদের পর আটক করেছে। এছাড়া ওই তরল রাসায়নিকে কি ছিল তাও জানার চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা যায়, মূলত ওই দোকানে জল রাখার পাত্র তৈরী করা হয়। সেই জন্য বিভিন্ন জায়গা থেকে বড়ো বড়ো ড্রাম কিনে ওই দোকানে নিয়ে আসা হতো। এদিন যে ড্রামগুলি খোলা হচ্ছিল তার গায়ে কালো কালি দিয়ে দাগ কাটা ছিল। তবে কি কারণে ওই দাগ কাটা ছিল তা তদন্তের পাশাপাশি দোকানের কাগজপত্র বৈধ কি না তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here