নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ প্রায় এক মাস আগে হাওড়ার ডোমজুড়ের কাটলিয়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন। কিন্তু ত্রাণ শিবিরের খাবার খেয়ে পাঁচ শিশু সহ মোট আট জন অসুস্থ হয়ে পড়েছে।
ওই আশ্রয়রত পরিবারের সদস্যদের দাবী, “বুধবার মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ত্রাণশিবিরে এসে কিছু শুকনো খাবার দিয়ে যান। আর ওই খাবার খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে”।
অভিযোগ উঠছে যে, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মেয়াদ উত্তীর্ণ খাবার দিয়েছেন। কিন্তু পঞ্চায়েতের উপপ্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন। আর খবর প্রকাশ্যে আসতেই ত্রাণ শিবির পরিদর্শনে যান। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার পাশাপাশি বিষয়টি নিয়ে খোঁজখবরও করার আশ্বাস দেওয়া হয়েছে।