মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগনাঃ উত্তর চব্বিশ পরগণার নিবেদিতা পল্লী জামতলা গলির বাসিন্দা শঙ্কর যাদব নামক এক ব্যক্তিকে খুনের অভিযোগে আজ ভোররাত থেকে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, গতকাল রাতেরবেলা শঙ্করের বন্ধু আনন্দই তাকে এই খুন করে। আনন্দ ওই এলাকারই বাসিন্দা। শঙ্কর পরিবারের অভিযোগ, “আনন্দ সহ আর বাবা ও দাদা এই তিন জন মিলে এই খুন করে। এরপরে প্রমাণ লোপাটের জন্য শঙ্করের দেহ ট্রেন লাইনে ফেলে আসে।
Sponsored Ads
Display Your Ads Hereতারপর রাত ২ টো নাগাদ জি আর পি শঙ্করের মোবাইল থেকে তার বাড়িতে ফোন করে ডেকে পাঠালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Hereএরপরেই বারাসাত থানার পুলিশ এলাকায় গিয়ে অভিযুক্ত তিন জনকে আটক করে বারাসাত থানায় নিয়ে যায়। মৃতের পরিবারের তরফ থেকে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে।