নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া শতাধিক শিশুদের মধ্যে গতকাল রাতে ২ জন ও আজ সকালে ৩ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, শিশুদের মধ্যে কারোর বয়স ৫ বছর আবার কারোর বয়স ৭ বছর ছিল। এই শিশুদের শ্বাসকষ্ট ও শুকনো কাশি ছিল। শিশুদের এই জ্বরের চিকিত্সা করতে ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরী করেছে। স্বাস্থ্য দপ্তরের সাথেও কথা বলা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে জলপাইগুড়ি থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ১০ জন শিশুর নমুনা পাঠানো হয়। এদের মধ্যে ৩ জন শিশুর শরীরে আরএস ভাইরাস এবং আরো ৩ জন শিশুর শরীরে ইনফ্লয়েঞ্জা বি ভাইরাসের প্রমাণ পাওয়া গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কেবল মালদা নয় মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রেও জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। অনেকেই জানান, “ওষুধ দিলে জ্বর কমে যাচ্ছে। কিন্তু দু-তিন ঘণ্টা পরেই আবার জ্বর আসছে”।
Sponsored Ads
Display Your Ads Here