নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ ফুচকা খেতে কে না ভালোবাসে? কিন্তু এবার সেই সাধের ফুচকা খেতে গিয়ে মুর্শিদাবাদের ইসলামপুর থানার কাশিমনগর সিতানগর এলাকায় শতাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলবেলা এক ফুচকা বিক্রেতার কাছ থেকে ফুচকা খেয়ে গ্রামের ১৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এলাকাবাসীদের তরফে অভিযোগ উঠছে যে, ওই ফুচকার আলু বা টক জলে কিছু ছিল যা থেকে সকলের একসাথে এমন শরীর খারাপ হয়েছে।
অসুস্থদের সকলকে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল, রানীনগর গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল ও ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত প্রত্যেকেই চিকিত্সাধীন রয়েছেন।
ইসলামপুর থানার ওসি মহম্মদ খুরশিদ আলম খবর পেয়ে হাসপাতালে গিয়ে রোগীদের সাথে দেখা করেছেন। ওই ফুচকা থেকে এমনটা হলো কেন তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে এক ফুচকা ব্যবসায়ীর ফুচকার জলে প্রস্রাব করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অতএব এই ফুচকা খাওয়া যে কতোটা নিরাপদ সেই নিয়েও ফুচকা প্রেমীদের মধ্যে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করার পাশাপাশি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন।