চয়ন রায়ঃ কলকাতাঃ এবার খাস কলকাতার বুকে ঘটে গেল একটি অ্যাসিড হামলার ঘটনা। যাকে ঘিরে তাজ্জব সকলে।
আজ সকালে নোনাডাঙা রেল কলোনীতে অ্যাসিড হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনই মহিলা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলা কয়েকজন প্রতিবেশী একজন ব্যক্তির বাড়িতে মেয়ে ও তার প্রেমিককে নিয়ে কয়েকটি অভিযোগ নিয়ে উপস্থিত হন। আর তাতেই ওই দম্পতি ক্ষুব্ধ হয়ে ওঠে। বচসা ক্রমশ চরমে উঠলে ঘর থেকে অ্যাসিডের বোতল এনে তা প্রতিবেশীদের লক্ষ্য করে ছুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এরপরই আনন্দপুর থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ এসে এই ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করে অ্যাসিডের বোতলটি বাজেয়াপ্ত করেছে।
তারপর দ্রুত চার জন অ্যাসিড আক্রান্তকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। এর পাশাপাশি এলাকায় অশান্তি এড়াতে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।