ব্যুরো নিউজঃ খুব শীঘ্রই আইফোনের নতুন মডেল আইফোন ১৩ আসতে চলেছে। আর তাতে এক চমকপ্রদ ফিচার থাকবে। নতুন ফোনে যোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থার নেটওয়ার্ক না থাকলেও খুব সহজেই কল করা যাবে। ই-সিমের সুবিধা রয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞ মিং চি ক্যু দাবী করেছেন, “আইফোন ১৩ এর ক্ষেত্রে লো আর্থ অরবিট স্যাটেলাইট’ বা এলইওয়ের সাহায্য নেওয়া হবে। ফলে নেটওয়ার্ক না থাকলেও ব্যবহারকারী কল করতে পারবেন”।
সাধারণত ভূপৃষ্ঠ থেকে কম দূরত্বে যে উপগ্রহগুলি রয়েছে সেগুলিকে এলইও বলা হয়। এগুলি মূলত ভূ-পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আবহাওয়া, খনিজ সম্পদের চিহ্নিতকরণ, সমুদ্রে ঘটে যাওয়া যে কোনো দুর্ঘটনা চিহ্নিত করতে এই উপগ্রহগুলির সাহায্য নেওয়া হয়। পৃথিবীর কাছাকাছি থাকা এই উপগ্রহগুলির সাহায্যে সরাসরি ফোন করার ব্যবস্থা থাকবে।
এর পাশাপাশি নতুন আইফোনের ভিতরে কোয়ালকমের নির্দিষ্ট এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকবে। সেই চিপের সাহায্যেই 4G অথবা 5G নেটওয়ার্ক না থাকলেও কল কিংবা এসএমএস করা যাবে। আমেরিকার সংস্থা গ্লোবালস্টারের সাথে আইফোন উত্পাদনকারী অ্যাপলকে কাজ করতে হবে।
ইতিমধ্যে এই সংস্থার তরফ থেকে একটি গবেষকদল এই নিয়ে অনেকটাই কাজ সেরে ফেলেছেন।