নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ দুপুরে আচমকাই বাসকেল ব্রিজ থেকে হুগলি নদীতে এক যুবক ঝাঁপ দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওই যুবককে উদ্ধারকারী দল হাসপাতালে নিয়ে এলে এসএসকেএম হাসপাতালের চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
অবশ্য এখনো পুলিশ ওই যুবকের পরিচয় জানতে পারেনি। যদিও ওই যুবকের কাছে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি।
এদিন আবার এনএসজি রোডের কালীতলা ব্রিজের কাছে দ্রুতগতিতে আসা টাটা সুমো একটি সাইকেল ভ্যানকে ধাক্কা মারে। ওই ভ্যানের পাশেও একটি গাড়ি ছিল। এর ফলে দুটি গাড়িরই ক্ষতি হয়। সন্টু সোলাঙ্কি নামে ওই ভ্যানচালক আহত হলে বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ওই ভ্যানচালক সেখানে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ ওই টাটা সুমো চালককে আটক করে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।