নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ সকালে বীরভূমের সিউড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের টিনবাজার এলাকায় একটি নর্দমা পরিষ্কারের কাজ চলছিল। পুরসভার সাফাই কর্মীরা নর্দমা থেকে কাদা তুলে পাড়ে রাখছিলেন। এমন সময় তাদের কোদালে শয়ে শয়ে আধার কার্ড উঠে এলো।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে সাফাইকর্মীরা নর্দমা পরিষ্কার করার সময় জল-কাদা থেকে শতাধিক আধার কার্ড উদ্ধার করেন। কেউ বা কারা আধার কার্ডগুলি বেশ কয়েকটি বাণ্ডিল করে ফেলে দিয়েছে। কিন্তু এই আধার কার্ডগুলি আসল না নকল সেটা এখনো জানা যায়নি।
সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাশলে এসে আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আধার কার্ডগুলি আসল না নকল সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে।
সাফাইকর্মীদের এই চাঞ্চল্যকর ঘটনাটি দেখে চক্ষু চড়ক গাছ। এলাকার বাসিন্দারাও এই ঘটনাটি দেখে একেবারেই হতবাক।