মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সুন্দরবনের মরীচঝাঁপি জঙ্গলের কাঁকসা খালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিখোঁজ হয়েছেন ৫১ বছর বয়সী নিরঞ্জন কয়াল নামে এক মত্স্যজীবী। বাড়ি গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়ার আনন্দপুর গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নিরঞ্জন, কমলা মন্ডল, কিশোরী মন্ডল, তরুবালা মন্ডল ও মনোরঞ্জন মন্ডল নামে চার জন মৎস্যজীবী কাঁকড়া ধরার জন্য সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। প্রায় সকাল ১০ টা নাগাদ সুন্দরবনের কাঁকসা খালের জঙ্গলে পৌঁছে নৌকা থেকে নেমে কাঁকড়া ধরতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
সেই সময় আচমকা সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে নিরঞ্জনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে সুন্দরবনের গভীর জঙ্গলে নিয়ে যায়। অন্যান্য মৎস্যজীবীরা কিছুই টের না পেয়ে নিরঞ্জনের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে গ্রামে ফিরে এসে তার পরিবার সহ প্রতিবেশীদের বিষয়টির কথা জানায়।
Sponsored Ads
Display Your Ads Here
মনোরঞ্জন মন্ডল জানিয়েছেন “আমাদের কোনো বৈধ অনুমতি ছিল না। তবুও আমরা শুধু পেট চালানোর জন্য জঙ্গলে গিয়ে ছিলাম তাতেই এমন বিপত্তি ঘটেছে”।
Sponsored Ads
Display Your Ads Here
এই খবর শোনামাত্রই পরিবারে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার ৩৫ বছর বয়সী অন্ন দাস নামে একজন মত্স্যজীবী সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা গেছেন।