নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ পাহাড়ি রাস্তা মানেই চড়াই-উৎরাই। পাহাড়ি রাস্তায় চলাচল সর্বদাই ঝুঁকিপূর্ণ। আর এবারও উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় ভয়াবহ ধস নামলো।
গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে এমনিতেই পাহাড়ের ভুমি আলগা হয়ে গেছে। ফলে আচমকা পাহাড়ের গা বেয়ে হুড়মুড়িয়ে গাছ-মাটি ও বড়ো বড়ো পাথরের টুকরো একের পর এক ধসে পড়লো।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, সেই সময় একটি বাস পাহাড়ের গা বেয়ে সামনের দিকে এগোনোর সময় এই ভয়ংকর বিপত্তি ঘটে। তবে অল্পের জন্য ওই বাসের ১৪ জন যাত্রী প্রাণে রক্ষা পেলো।
এউ ঘটনার জেরে যান চলাচলেও বিঘ্ন ঘটে। উদ্ধার কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকার্য শুরু করে। এছাড়া এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিউরে ওঠে নেটিজেন সহ সকলে।