নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল গভীর রাতেরবেলা মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামে গঙ্গার ভয়াবহ ভাঙনের কবলে পড়ে আটটি বাড়ি একেবারে তলিয়ে গেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গার জলস্তর যতোই বাড়ছে, ততোই গঙ্গার ভাঙন প্রকট আকার ধারণ করছে। গঙ্গার ভাঙনে ঘর-বাড়ি সহ সমস্ত জমি-জমা হারিয়ে শিবপুর গ্রামের বেশ কয়েকটি পরিবার অসহায়ভাবে দিন কাটাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই সামসেরগঞ্জ ব্লক প্রশাসনের ও সামশেরগঞ্জ থানার পক্ষ থেকে ভাঙন দুর্গতদের জন্য নিকটবর্তী চাচন্ড প্রাথমিক স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ভাঙনে ঘর-বাড়ি হারিয়ে বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী অসিত মণ্ড জানান, “গতকাল রাতেরবেলা থেকেই ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যেই আট থেকে দশটি বাড়ি ছাদ সমেত নদীতে তলিয়ে গেছে। এখনো যে সমস্ত ঘর-বাড়িগুলি অক্ষত আছে সেই পরিবারের সদস্যরা ভাঙনের আতঙ্কে ভুগছেন।
Sponsored Ads
Display Your Ads Here
যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের তরফ থেকে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের খাবার দেওয়া হয়েছে”।
প্রসঙ্গত গত বছরও ভাঙনের ফলে বেশ কয়েকটি ঘর-বাড়ি নদীগর্ভে একেবারে তলিয়ে যায়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার গঙ্গার ভাঙনের সেই ভয়াবহ স্মৃতি ফিরে এলো। সেই কারণে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।