নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ রাজ্যে ক্ষমতায় থাকলেও বারবার বিরোধী পক্ষ শাসকদলের নেতাদের উপর আক্রমণ হানছে। এবার গতকাল রাতেরবেলা দলের কাজ সেরে বাড়ি ফেরার পথে বেশ কিছু দুষ্কৃতী মুর্শিদাবাদের রানিনগর দুই ব্লকের গোধনপাড়া এলাকায় তৃণমূল ব্লক সভাপতি ও রানিনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারের গাড়িকে লক্ষ্য করে বোমা মারে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় গুরুতর তৃণমূল নেতার গাড়ির চালক গুরুতর আহত হলে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর অবস্থার অবনতির কারণে তড়িঘড়ি কলকাতায় এসএসকেএমে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয়। এছাড়া তৃণমূল নেতার নিরাপত্তারক্ষী গুরুতর অবস্থায় জখম হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আছেন। শাহ আলম অল্পের জন্য সেই বোমার হাত থেকে প্রাণে রক্ষা পান।
এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে এলাকার বিধায়ক সৌমিক হোসেন থানায় যান। সৌমিক হোসেন জানিয়েছেন, “২০২১ বিধান সভা নির্বাচনে শাহ আলম আমার নির্বাচনী এজেন্ট ছিল। আমি শাহ আলমের সক্রিয়তার কারণে প্রায় ৮১ হাজার ভোটে জিতেছি। কিন্তু ভোটের পর থেকেই বিজেপি-কংগ্রেস-সিপিএম মিলে তাকে খুনের চক্রান্ত করছে। আমার ধারণা আজকের হামলা তাদের চক্রান্তেরই ফল”।
তাছাড়া আমি জানতে পেরেছি গোধনপাড়া এলাকাতে বক্স মন্ডল নাম একজন দুষ্কৃতী এই হামলার নেতৃত্ব দিয়েছিল।বিজেপি-কংগ্রেস-সিপিএম একজোট হয়ে হামলা চালিয়েছে। আমরা পুলিশকে আমরা অনুরোধ করেছি যাতে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়”।
যদিও বিজেপি এই দাবী পুরোপুরি অস্বীকার করে এটাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবী করেছেন। সিপিএম এবং কংগ্রেসও হামলার দাবী অস্বীকার করেছে।