নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার মেজিয়ার মোহনা গ্রামে ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা জলে ডুবে মৃত্যু হলো দু’জন শিশুর। এই ঘটনাকে ঘিরে পরিবার সহ সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কালিদাসপুর কোলিয়ারির বাসিন্দা মনু হাজরা তার এক ভাইপো ও প্রতিবেশীর তিন জন বাচ্চাকে সাথে নিয়ে মোহনা গ্রামের একটি বাঁধে বাইক ধুতে গিয়েই বিপত্তি ঘটে। সেই সময় বাঁধের গভীর জলে চার জন শিশুই জলে তলিয়ে যায়।
তড়িঘড়ি দু’জন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৭ বছর বয়সী আনমোল কুমার হাজরা এবং ১০ বছর বয়সী অনশিতা শর্মা জলে তলিয়ে গেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর অত্যন্ত দ্রুততার সাথে আনমোল ও অনশিতাকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করে।