নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্রে সর্বাধিক সংক্রমণ দেখা দিয়েছিল। এবার করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণও মুম্বইয়ে থাবা বসিয়েছে। মুম্বইয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে ৬৩ বছর বয়সী এক মহিলা মারা যান।
ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যে মহিলার মৃত্যু হয়েছে তার সম্প্রতি বাইরের রাজ্য বা দেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। ওই মহিলার পরিবারের দু’জন সদস্যের শরীরেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া গিয়েছে। ওই মহিলা অক্সিজেন সাপোর্টে ছিলেন। তাকে স্টেরয়েড এবং রেমডেসিভির দেওয়া হয়েছিল। এই নিয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মহারাষ্ট্রে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে।
এর আগে ৮০ বছর বয়সী রত্নগিরির বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছিল। সূত্রের খবর মহারাষ্ট্রে ১৩ জনের শরীরে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে পুনের তিন জন, অকোলায় এক জন, গোন্ডিয়ার দু’জন, চন্দ্রপুরে এক জন, নন্দেদের দু’জন, পালঘরের দু’জন ও রায়গড়ের দু’জন।
প্রসঙ্গত উল্লেখ্য, গবেষরা জানাচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেই দেশে করোনার তৃতীয় ঢেউ আসবে। ইতিমধ্যেই ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এতদিন মধ্যপ্রদেশের ভোপালে একমাত্র ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছিল। আর এবার মুম্বইয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে প্রথম মৃত্যু নিয়ে কেন্দ্র যথেষ্ট উদ্বিগ্ন।
এখন রাজ্যেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে ৬৫ হয়ে গিয়েছে। শিশুদের মধ্যেও এই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যায় এখন গোটা দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে মোট ৮৬ জন। বেশীরভাগ মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছে। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু।