নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগী সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ায় হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রায়গঞ্জের মিশন মোড় এলাকার বাসিন্দা ভজন সরকার নামে একজন রোগী পুরুষ মেডিসিন ওয়ার্ডে বিষ খেয়ে চিকিত্সাধীন ছিলেন। কিন্তু আজ দুপুরে আচমকাই ভজনবাবু নিখোঁজ হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পে সাথে সাথেই জানানো হয়। তড়িঘড়ি পুলিশ এসে সন্ধান শুরু করে।
ইতিমধ্যেই পুলিশের কাছে খবর আসে যে করোনা ওয়ার্ডের সামনে একজন ব্যক্তি সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। এমনকি ধরা পড়ে যাওয়ার পর মারধরও করা হয়েছে। এরপর পুলিশ সেখানে গিয়ে দেখে যিনি সাইকেল চুরিতে অভিযুক্ত তার হাতে হাসপাতালের চ্যানেল করা। তখনই বোঝা যায় তিনি পালিয়ে যাওয়া ওই রোগী।
তারপর ভজনবাবুকে মেডিকেল পুলিশ ক্যাম্পের কর্মীরা উদ্ধার করে প্রথমে হাসপাতাল চত্বরে নিয়ে আসে। সেখানে বেশ কিছুক্ষণ পুলিশের অধীনে আটকে রেখে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নির্দেশে আবারও করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
সাইকেল চুরি নিয়ে উদ্বেগ বাড়লেও হাসপাতালে চিকিত্সাধীন রোগী স্বাস্থ্যকর্মী সহ সকলের নজর এড়িয়ে পালিয়ে গেলেন কিভাবে তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, “ভজনবাবু শৌচাগারে যাওয়ার নাম করে কোনো ভাবে পালিয়ে গেছিলেন। সেটা সাথে সাথে পুলিশকে জানানো হলে পুলিশ এসে হাসপাতাল চত্বর থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরে নেয়”।