Indian Prime Time
True News only ....

চাকরীর দাবীতে অবস্থান বিক্ষোভ চলছে খাদ্য ভবনের সামনে

- sponsored -

- sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল থেকেই কলকাতার খাদ্য ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়েছে। খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অবস্থানরত বিক্ষোভে বসেছেন। মোট ৯৫৭ জন প্রার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ইতিমধ্যে ১০০ জনকে নিযুক্ত করা হয়েছে। বাকি এখনো ৮৫৭ জনকে নিযুক্ত করা হয়নি।

গত ১৩ ই জুলাই ওই প্রার্থীরা খাদ্য ভবনে এসে আধিকারিকদের সাথেও কথাবার্তা হয়। সেখানে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে এক সপ্তাহের মধ্যেই বাদ বাকি ৮৫৭ জনকে নিযুক্ত করা হবে। কিন্তু এরপরও বেশ খানিকটা সময় কেটে গেলেও নিযুক্ত করা হয়নি। এরফলে জেলার বিভিন্ন জায়গা থেকে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীরা এসে খাদ্য ভবনের সামনে অবস্থানরত বিক্ষোভে বসেছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিক্ষোভকারীরা জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে উত্তীর্ণ হওয়ার পরেও চাকরীতে নিযুক্ত করা হয়নি। পারিবারিক অবস্থা খুবই খারাপ। এমনকি বাড়িতে অসুস্থ মা-বাবাকে ওষুধপত্র কিনে দেওয়ার ক্ষমতাও নেই। আর তাই যতক্ষণ না অবধি চাকরীতে নিযুক্ত করার দাবী মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে”।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored