নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ বেশ কয়েক বছর আগে নদীয়ার শান্তিপুর শহরের ষোলো নম্বর ওয়ার্ডের চর সারাগর এলাকায় গঙ্গা ভাঙনের কারণে বিঘের পর বিঘে চাষের জমি সহ এগারোটি পরিবারকে উত্খাত হতে হয়েছিল।
কিন্তু এখনো স্থায়ী পার বাঁধানোর ব্যবস্থা না হওয়ার কারণে অতি সম্প্রতি আবার পাঁচটি পরিবারকে অন্যত্র চলে যেতে হওয়ার কারণে এলাকার বাসিন্দারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। স্থানীয় সূত্রে অভিযোগ উঠছে যে, সেই সময় প্রশাসনিক একাধিক কর্মকর্তারা স্থায়ী পার বাঁধানোর কাজে আশ্বস্ত করেছিলেন তবে গতকাল সন্ধ্যের পর থেকে ফের এই দুরাবস্থার কথা জানাতে ফোন করা হলেও কেউ পাশে এসে দাঁড়াননি।
Sponsored Ads
Display Your Ads Here
সাংসদ তথা বিধায়ক জগন্নাথ সরকারকে গোটা বিষয়টি জানাতে গেলে তিনি দিল্লিতে রয়েছেন বলে জানা যায়। তবে দলীয় কর্মী-সমর্থকরা পাশে থাকার আশ্বাস দিলেও কাউকেই পাশে পাওয়া যায়নি। নিজেদের কষ্ট অর্জিত অর্থ দিয়ে গড়ে তোলা ঘর-বাড়ি, কল একের পর এক সব কিছু ঝুপ-ঝাপ শব্দে গঙ্গাবক্ষে ভেঙে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জলের মাঝে ইলেকট্রিক পোল তলিয়ে গেছে। তাই শেষমেশ রাতের অন্ধকারে পুরুষরা ঘরের অত্যন্ত প্রয়োজনীয় ঘরের কিছু জিনিসপত্র সরানোর কাজ করছিলেন। শিশুদের নিরাপদ দূরত্বে রাখলেও ওই এলাকার বাসিন্দারা জলের আতঙ্কে সারারাত দু’ চোখের পাতা এক করতে পারেনি।
Sponsored Ads
Display Your Ads Here