নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা টাউন জিআরপির তৎপরতায় আবারও কলকাতাগামী যোগবানি এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা থেকে মোট ১২৪ টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে যে শতাধিক টিয়াপাখি যোগবানি এক্সপ্রেস করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই অনুযায়ী মঙ্গলবার রাতেরবেলা জিআরপি কর্মীরা ও বনদপ্তর আধিকারিকরা ট্রেনের মধ্যে অভিযান চালায়।
Sponsored Ads
Display Your Ads Here
বনদপ্তরের মালদা রেঞ্জের আধিকারিক সুজিত কুমার চট্টোপাধ্যায় জানান, “এসে ফোর সংরক্ষিত কামরা থেকে চারটি খাঁচা সহ মোট ১২৪ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের পৌঁছানোর আগেই অভিযুক্ত পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে রাতেরবেলাই মালদা টাউন জিআরপি থানার আধিকারিকরা বনদপ্তরের হাতে উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি তুলে দেয়। যদিও টিয়া পাখিগুলিকে বনে ছেড়ে দেওয়া হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
এই উদ্ধার হওয়া ১২৪ টিয়া পাখিরগুলির মধ্যে একটি টিয়া পাখি খাঁচার ভেতর মারা যায়। প্রত্যেকটি টিয়া পাখির মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল যাতে বাইরের কিছু দেখে পাখিগুলি চিনতে না পারে।
Sponsored Ads
Display Your Ads Here