চয়ন রায়ঃ কলকাতাঃ আবারও খাস কলকাতা থেকে ভুয়ো অফিসার গ্রেপ্তার করা হলো। এবার আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পরিচয় শহরে ঘুরে বেড়ানো নিউটাউনের বাসিন্দা তারক মণ্ডল গতকাল পুলিশের হাতে ধরা পড়লো।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল নিউটাউনের নারকেলডাঙা মোড়ে একটি গাড়িতে মানবাধিকার কমিশনের লোগো লাগানো স্টিকার দেখে সন্দেহ হতেই গাড়িটি আটক করে কাগজপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্যি প্রকাশ্যে চলে আসে। ধৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
এরপরই গাড়ির চালক সত্যেন্দ্রনাথ যাদব এবং গাড়িতে থাকা তার দুই নিরাপত্তারক্ষী ওরফে দুই লেবারকে গ্রেপ্তার করে আজ বারাসাত আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আদালতে তুলে পুলিশী হেফাজতে নেওয়ার দাবী জানানো হয়।
এই অভিযুক্তরা মূলত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুলিশ ও প্রমোটিং সহ যাবতীয় সমস্যায় যারা পড়েছে এমন মানুষদের সন্ধান বের করে তাদের সমস্যা মিটিয়ে দেবে বলে আশ্বস্ত করে তাদের কাছ থেকে টাকা আদায় করতো।