নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ দু’দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একটানা বৃষ্টিতে ডুলুং নদীতে জল বেড়ে গেছে। ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম জামবনী ব্লকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইরকম ভাবে তারাফেনী নদীতে জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এদিকে বিনপুর থানার অন্তর্গত ঢোলভাঙা গ্রামের তারাফেনী নদীর জল ব্রিজের উপর দিয়ে বিপজ্জনক ভাবে বয়ে চলেছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিনপুর থানা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভয়াবহ অবস্থায় নদী পারাপার না করতে সতর্ক করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রবল বৃষ্টিপাতের জেরে কংসাবতী ও সুবর্ণরেখা নদীতেও জল বাড়তে শুরু করেছে। জেলা প্রশাসনের তরফ থেকে মানুষের দুর্ভোগ কমানোর জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here