মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ভারী বৃষ্টির সতর্কবার্তার মধ্যে এবার আচমকা গতকাল রাত সাড়ে ৮ টা নাগাদ হওয়া কয়েক মিনিটের ঝড়ের দাপটে উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহাপুর একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের দাপটে বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। কারোর বাড়ির টিন তো কারোর বাড়ির অ্যাসবেস্টস রাস্তায় এসে পড়ে। এছাড়া বেশ কয়েকটি পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে হিঙ্গলগঞ্জ থানার ওয়্যারলেস ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের যুগ্ম বিডিও ওমপ্রকাশ গুপ্তা এলাকা পরিদর্শন করেছেন। এরপরই যুদ্ধকালীন তত্পরতায় হাসনাবাদ-লেবুখালী সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় রাত থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আগামী দিনে এই নিম্নচাপ আরো শক্তিশালী হবে। তাই আগামী শুক্রবার অবধি দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
আজ কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here