নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ আজ সকালে খড়গপুরের জনবহুল গোলবাজার এলাকায় দুষ্কৃতীরা একটি এটিএমের টাকা লুঠ করতে গিয়ে বাধা পেলে পরপর চার রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলবাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম রয়েছে। সকালবেলা কয়েকজন সেখানে টাকা ভরতে আসেন। বরাবরের মতোই টাকার গাড়ি ওই বাজার সংলগ্ন একটি মাঠে রাখা হয়। এরপর মাঠে গাড়ি রেখে কর্মীরা নামতেই পাঁচ থেকে ছ’জন দুষ্কৃতীর একটি দল তাদের উপর চড়াও হয়ে সাথে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তারপর কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরপর চার রাউন্ড গুলি চালালে নিরাপত্তারক্ষী সহ ২ জন আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই গুলির শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে দু্ষ্কৃতীরা অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায়। তার পরেই খড়গপুর টাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয়দের তত্পরতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তারা চিকিত্সাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের তরফ থেকে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। একের পর এক অরাজকীয় ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here