মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ এবার উত্তর চব্বিশ পরগণার হাবড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড সুভাষ রোড থেকে আনুমানিক ৪৫০ লিটার মিউরিয়েটিক অ্যাসিড উদ্ধার করা হলো। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে হাবড়া থানা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালিয়ে অ্যাসিড এবং প্রচুর পরিমাণ ব্লিচিং পাউডার উদ্ধার করার পাশাপাশি কারখানার মালিক সোমনাথ আচার্যকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ কুড়ি বছর ধরে এই ব্যবসা চলছে। ওই কারখানা থেকে ৬০ লিটার করে রাখা ৭ টি বড়ো মিউরিয়েটিক অ্যাসিডের জার, প্রচুর ব্লিচিং পাউডার সহ বোতলের উপরে লাগানোর জন্য লেবেল উদ্ধার হয়েছে। কারখানার মালিক সোমনাথ আচার্য শুধুমাত্র পৌরসভার ট্রেড লাইসেন্স ছাড়া কোনোরকমের রেজিস্ট্রেশন দেখাতে পারেননি। আর জিজ্ঞাসাবাদে অসঙ্গত পাওয়ায় গ্রেপ্তার করা হয়।
ইবি সূত্রে জানা গিয়েছে, নামী কোম্পানীর লেবেল বোতলের উপরে লাগিয়ে বাজারে বিক্রি করা হতো। সোমনাথ আর কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে কিনা পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা তা ভালোভাবে খতিয়ে দেখছেন। অবশ্য এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।